ডায়রিয়া বা উদরাময়ের কারণ ও হোমিওপ্যাথিতে চিকিৎসা

বার বার কুন্থনহীন তরল মলত্যাগ করাকে উদরাময় বলে । যে কোন কারনে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রের প্রদাহ হলে ঐ সকল স্থানের মিউকাস মেমব্রেন হতে অতিরিক্ত মিউকাস নিঃসৃত হয় । ফলে খাদ্য দ্রব্য ঠিকমত হজম না হইয়া উদারাময় হয় ।

উদারাময়ের কারণ সমূহ :

  • গুরুপাক খাদ্য গ্রহন, অতিভোজন, চর্বিযুক্ত খাদ্য গ্রহন ।
  • বাসি পচা খাবার গ্রহন ।
  • অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমের ফলে ।
  • অত্যন্ত গরমের পর ঠান্ডা পানি দিয়া গোছল করিলে বা বরফ ঠান্ডা পানি পান করিলে ।
  • কোষ্ঠ পরিস্কার করার জন্য বার বার জোলাপ গ্রহন করিলে । ৬। কোন জীবানুর আক্রমনের ফলে ।
  • সুগভীর শোক, দুঃখ, ভয় ও ক্রোধের কারণে ।
  • অস্ত্রের ক্ষত, লিভার/প্লীহা আক্রান্ত হলে ।
  • কোন কোন সময় টাইফয়েড আক্রমনের প্রাথমিক লক্ষন ।
  •  ধাতুগত কারণেও (Constitutional) উদারাময় হতে পারে ।

উদরাময়ের প্রতিষেধক ব্যবস্থা সমূহ নিম্নে আলোচিত হল

  •  রোগীকে বিশ্রামে থাকতে হবে ।
  • প্রায় ক্ষেত্রেই রোগীর পেটে গরম সেক দিলে আরাম অনুভব করে ।
  • এক ড্রাম ব্রান্ডি পানির সাথে মিশিয়ে খেলে পেটের ব্যথার উপশম হয় ।
  • ডিহাইড্রেশন রোধ করার জন্য অবিলম্বে স্যালাইন খেতে দিতে হবে।
  • তীব্রতা কমার পূর্ব পর্যন্ত সমস্ত খাবার বন্ধ রাখতে হবে ।
  • তীব্রতা কমে আসলে নরম ও সহজ প্রাচ্য খাবার দিতে হয় ।
  • রোগ ভাল হলেও অনেকদিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সদৃশ্য লক্ষন অনুসারে হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করতে হবে ।

পালসেটিলা– ক্ষুধা ও তৃষ্ণার অভাব, প্রতিবার মলের রঙ ও ঘনত্ব পরিবর্তন হয়। পূর্বের গ্রহণ করা খাদ্যের স্বাদযুক্ত ঢেকুর ইত্যাদি ।
ইপিকাক-উদারাময়ের সহিত বমি।
একোনাইট-পিপাসায় পানি ব্যতীত সব তিক্ত বোধ । অস্থিরতা, ছটফটানি ও মৃত্যুভয় দেখা দেয়। সর্বাঙ্গে প্রদাহ । শিশুর একগাল বিবর্ণ অন্য গাল লাল ।
জেলসিয়ম-অন্যান্য লক্ষণের সহিত মাথা ব্যথা থাকে ।
আর্সেনিক এলবাম- আহার ও পানের পর বমি। ঘন ঘন পিপাসায় বার বার অল্প পরিমানে পানি পান করে । রোগী অত্যন্ত দুর্বল হইয়া পড়ে ।
এলো-সকোট্রিনা- পানাহারের পর বাহ্যের বেগ, পেটে গড়গড় শব্দ, মলের সহিত বায়ু নিঃসরন। পেটের বায়ু বের হওয়ার সময় বা মূত্র ত্যাগের সময় অসাড়ে মলত্যাগ বা পোঁদগলা । ‘
এন্টিম ক্রুড-জিহ্বায় ঘন সাদা লেপ, অজীর্ণ ভুক্ত খাদ্য মলের সঙ্গে নির্গমন (Lienteria), শিশু ডাক্তারকে দেখলে ঘ্যান ঘ্যান করে ।
আর্জে নাই- মলত্যাগ কালে মলের সঙ্গে বায়ু নিঃসৃত হয় অনবরত মলের রঙ ও ঘনত্ব পরিবর্তন হয় ।
চায়না- বেদনাহীন, অজীর্ণ ভুক্ত খাদ্য নির্গমন

উদারময়ের ভাবীফল-

  1. একিউট উদরাময়- এর ভাবীফল ভাল, সঠিক সদৃশ চিকিৎসাতে রোগী সম্পূর্ণ রোগমুক্ত হয়ে যায় ।
  2. ক্রনিক উদরাময়- দূর্বলতা- ক্লান্তিকর ও বিরক্তিকর । কোন কে সময় টাইফয়েড সহ অন্যান্য রোগের আক্রমণে সংকেত দেয় উদরাময় দীর্ঘদিন থাকলে আমাশয়ে রূপান্তরিত হয় ।

উদরাময়ের জটিলতাসমূহ :

  •  ঘন ঘন পায়খানার দরুন প্রচুর তরল পদার্থের ক্ষয়হে পানিশূন্যতা (Dehydration) দেখা দিতে পারে, উদরাম দেখার সঙ্গে সঙ্গে খাবার স্যালাইন খেতে হবে।
  • এনিমিয়া (Anaemia) মলের সঙ্গে রক্ত ও পুষ্টিকর পদার্থ বের হয়ে যাওয়ার কারনে এবং খাদ্য গ্রহন কমে যাওয়া ফলে রক্তের RBC এর উৎপাদন কমে যায়, ফলে রক্তে হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে কমে গিয়ে এনিমিয়া দে দিতে পারে ।
  • ইনফেকশন (Infection) অন্ত্রের ইনফেকশন হয়ে আলস দেখা দিতে পারে ।
  • কনভালসন (Convulsions) বিশেষতঃ শিশুদের তড়কা আক্ষেপ দেখা দিতে পারে ।
  • সারকুলেটরী কলাপস (Circulatory Collapse) পরিবহনে ক্রিয়াগত ত্রুটির জন্য হঠাৎ অবসন্নতা দেখা দিয়
    পারে ।
শেয়ার করে ভালবাসা দেখান

Leave a Reply